মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১২

খোকসায় উপজেলা আওয়ামীলীগের কমিটি ঘোষনা
বাবুল আখতার সভাপতিঃ তারিক সম্পাদক

সজীব খান ঃ খোকসা উপজেলা আওয়ামীলীগের কমিটি ঘোষনা করা হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুল আলম হানিফ গতকাল মঙ্গলবার কুষ্টিয়ার ৫টি উপজেলার কমিটি ঘোষনা করেছেন। নতুন ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে বাবুল আখতার এবং সাধারন সম্পাদক হিসেবে তারিকুল ইসলাম তারিক এর নাম ঘোষনা করা হয়েছে। নতুন এ কমিটিকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা কৃষকলীগ, উপজেলা ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

শনিবার, ৩ নভেম্বর, ২০১২



খোকসায় রেল গেটে ট্রাক বিকল
পোড়াদহ- দৌলৎদিয়া রুটে প্রায় ৬ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ

খোকসা প্রতিনিধি ঃ খোকসায় রেল গেটে ট্রাক বিকল হওয়ায় পোড়াদহ - দৌলতদিয়া রুটে ৬ ঘন্টা ট্রেন চলাচল বন্ধঅতিরিক্ত ওজন বহনের কারনেই দুর্ঘটনাট্রাক আটক
শনিবার সকাল ৯ টার দিকে খোকসা ষ্টেশন সংলগ্ন পশ্চিম গেটে রেল লাইন ক্রসিং করার সময় (কুষ্টিয়া ট ১১ - ১০১২ নম্বর) পাথর ভর্তি একটি ট্রাক বিকল হয়ে যায়ট্রাকটিতে প্রায় ৪০ টন পাথর বোঝাই ছিল বলে স্থানীয়রা জানায়এ সময় পোড়াদহ গামী সাটল ট্রেনটি প্রায় ২ হাজার যাত্রী নিয়ে খোকসা ষ্টেশনে আটকে যায়এ সময় পোড়াদহ - দৌলতদিয়া রুটে চলাচলকারী একটি আন্ত নগর এক্সপ্রেসসহ ৪ টি যাত্রীবাহী ট্রেন সাময়ীক বন্ধ হয়ে যায়ফলে টানা ৬ ঘন্টা এ রুটে চলাচল কারী যাত্রীরা দুর্ভোগের শিকার হয়বিকাল সাড়ে ৩টার দিয়ে স্থানীয় লোকজন বিকল ট্রাকটি রেল লাইনের উপর থেকে সরিয়ে ফেললে ট্রেন চলাচল শুরু হয়এ ব্যপারে খোকসা ষ্টেশন মাষ্টারের সাথে কথা বলার চেষ্টা করে তাকে পাওয়া যায়নিএ ব্যপারে উপজেলা প্রকৌশলী নজরুল ইসলামের সাথে কথা বলা হলে তিনি জানান পার্শ্ব সড়ক পথে ১০ টনের বেশি মালামাল নিয়ে চলাচল নিষিদ্ধঅতিরিক্ত ওজন বহনের জন্যই এ দুর্ঘটনা ঘটেছেখোকসা থানা অফিসার ইনচার্জ হরেন্দ্রনাথ সরকার জানিয়েছেন ট্রাকটি আটক করা হয়েছেজিআরপি পুলিশ আটককৃত ট্রাকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবেন