সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০১৫

 খোকসায় ২দিন ব্যাপি ডিজিটাল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

ইন্টারনেট সপ্তাহ উপলক্ষে খোকসা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ২দিন ব্যাপি ডিজিটাল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
 সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রেবেকা খান। এ মেলায় ইউনিয়ন পর্যায়ে সেরা স্টলের পুরস্কার পেয়েছে বেতবাড়ীয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সেরা স্টল (সরকারি অফিস) খোকসা থানা, শ্রেষ্ঠ চেয়ারম্যানের পুরস্কার পেয়েছেন জয়ন্তীহাজরা ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, শ্রেষ্ঠ সচিব মনোহর আলী, শিমুলিয়া ইউপি, সেরা উদ্যোক্তা (পুরুষ) জামসেদুর রহমান, শোমসপুর ইউপি, সেরা উদ্যোক্তা (মহিলা) মুসলিমা খাতুন, আমবাড়ীয়া ইউপি। সেরা কর্মকর্তা আইসিটি ওহিদুল ইসলাম, সহকারি প্রোগ্রামার, খোকসা, সেরা শিক্ষক এজেড এম আসাদুজ্জামান। এছাড়াও কুইজ প্রতিযোগিতা এবং বিভিন্ন ইভেন্টের পুরস্কারসহ মেলায় অংশ গ্রহনকারীদের মাঝে শুভেচ্ছা পুরস্কার বিতরণ করা হয়।

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫

ইন্টারনেট সপ্তাহ ২০১৫ উপলক্ষে
খোকসায় ২ দিন ব্যাপি ডিজিটাল মেলা শুরু

খোকসা অফিসঃ ইন্টারনেট সপ্তাহ ২০১৫ উপলক্ষে খোকসায় ২ দিন ব্যাপি ডিজিটাল মেলা শুরু হয়েছে।

রবিবার এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যাটি খোকসা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রেবেকা খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আনার কলি মাহবুব। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বেতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বাবুল আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, বিআরডিবি’র চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক প্রমুখ। ২ দিন ব্যাপি এ মেলায় খোকসা উপজেলার ৯টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অফিস তাদের স্টলের মাধ্যমে ডিজিটাল উদ্ভাবনী প্রদর্শন করছে। এ মেলায় ছাত্র-ছাত্রীদের জন্য কুইজ প্রতিযোগিতা, শিক্ষকদের জন্য ডিজিটাল কনটেন্ট প্রতিযোগিতা, ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষনসহ ফ্রি ওয়াই ফাই ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাওয়া যাচ্ছে।