শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

মহান বিজয় দিবস উপলক্ষে খোকসা ব্লাড ডোনার ক্লাব এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প


মহান বিজয় দিবস উপলক্ষে খোকসা ব্লাড ডোনার ক্লাব এর উদ্যোগে খোকসা সরকারি কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি জেরিন কান্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ কামরুজ্জামান সোহেল, টি,এইস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খোকসা, ডাঃ তারিকুর রহমান শিশিরখোকসা সরকারি কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান,  অধ্যাপক ওয়াজেদ আলী, ডাঃ তানজিলা আক্তার তানু প্রমুখ। চিকিৎসা সেবা পরিচালনায় ছিলেন সাফায়েত হোসেন সায়েম, ক্যাম্পে বিনামূল্যে ওষুধ বিতরণ,  ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস টেস্ট, ব্লাড প্রেসার মাপা এবং মা শিশু বিষয়ক পরামর্শ দেওয়া হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্প সাফল্য মন্ডিত করতে  যেসকল শুভাকাঙ্ক্ষী  সার্বিক  সহযোগিতা করেছেন তাদের প্রতি  আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি করেছেন এর আয়োজকরা
ক্যাম্পটির স্পন্সর ছিল খোকসা উপজেলা কল্যান সমিতি ঢাকা ওয়ালটন, খোকসা বাজার।

বুধবার, ২ অক্টোবর, ২০১৯

খোকসা থেকে প্রকাশিত সাপ্তাহিক দ্রোহ পত্রিকা চলতি সংখ্যা




বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯

খোকসায় জাতীয় মহিলা দলের ক্রিকেটারকে সংবর্ধনা

জাতীয় মহিলা ক্রিকেট দলের কৃতি খেলোয়ার মুরশিদা খাতুন হ্যাপীকে এ
কটি পত্রিকার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
নারী বিশ্বকাপ বাছায় পর্বে অপরাজিত চাম্পিয়ন বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দলের কৃতি খেলোয়ার মুরশিদা খাতুন হ্যাপী গতকাল বুধবার রাতে ঢাকা থেকে খোকসায় গ্রামের বাড়িতে অবকাস জাপনে আসে। এ সময় সাপ্তাহিক দোহ পত্রিকার পক্ষ থেকে পত্রিকাটির পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়। গতকাল বুধবার রাতে খোকসা বাস স্ট্যান্ডে অনানুষ্ঠানিক পথ সংবর্ধনায় এই কৃতি খেলোয়ার বাংলাদেশ জাতিয় মহিলা ক্রিকেট দল ও তার জন্য উপস্থিত জনতার কাছে দোয়া কামনা করেন। আগামী নারী বিশ্বকাপে তার দল খুবই ভালো ফল করবে বলেও তিনি আশাবাদি।
এ সময় দ্রোহ পত্রিকার সম্পাদক তমা মুনসী, খোকসা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সুমন কুমার মন্ডল, উপস্থাপক রফিকুল ইসলাম রফিক, আনিসুজ্জামান আনিস, খন্দোকার দুলাল, মিলন হোসেন, ডালিম প্রমুখ উপস্থিত ছিলেন। 

মঙ্গলবার, ২৮ মে, ২০১৯

খোকসা উপজেলা কল্যাণ সমিতি-ঢাকা’র বার্ষিক দোয়াও ইফতার মাহফিল অনুষ্ঠিত

খোকসা উপজেলা কল্যাণ সমিতি-ঢাকা’র উদ্যোগে বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ দোয়াও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং বর্তমান স্বতন্ত্র পরিচালক নাজমুস সালেহীন।
সংগঠনের মহাসচিব মো.রবিউল আলম বাবুল এবং অর্থ সচিব মো.আনোয়ার হোসেনের সঞ্চালনায় বার্ষিক দোয়াও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো.সিরাজুলইসলাম।  ইফতার পূর্বে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সংগঠনের উপদেষ্টা মো. সিরাজুল ইসলাম, প্রফেসর ডাঃ মাহবুব হোসেন মতিন, মামুন ইমতিয়াজ সহ-সভাপতি আহসান নবাব, এসএম রেজাউল করিম, বদরুল আলম পান্না, যুগ্ম মহাসচিব আফজাল হোসেন রাজু, বিশিষ্ট ব্যবসায়ী শাহাবুদ্দিন স¤্রাট এবং সিনিয়র সাংবাদিক সাইফুল হাসান রিকু প্রমূখ। ইফতারের পূর্বে সংগঠনের সদস্যসহ দেশ ও সর্বস্তরের মানুষের কল্যাণ কামনায় দোয়া করেন সংগঠনের নির্বাহীপরিষদ সদস্য এ্যাডভোকেট রেজাউল ইসলাম।  ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের সদস্যসহ ঢাকায় বসবাসরত খোকসা উপজেলার বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।

শনিবার, ২৫ মে, ২০১৯

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামী গ্রেফতার।

প্রেস বিজ্ঞপ্তিঃ
২৪ মে ২০১৯ ইং তারিখ আনুমানিক ১৬.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র‌্যাবের একটি অভিযানিক দল কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন শামুখিয়া মধ্যপাড়া গ্রামস্থ জনৈক মোঃ শরিফুল ইসলাম এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ তুহিন মালিথা (২৩), পিতা-মৃত সাইদুর রহমান মালিথা, সাং-শামুখিয়া, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়াকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ০১ টি মোবাইল, ০২ টি সিমসহ গ্রেফতার করেন। পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় ০১টি মাদক মামলা দায়ের হয়েছে। 

বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯

বীর মুক্তিযোদ্ধা আমান উল্লাহকে রাষ্ট্রিয় মর্যদায় দাফন

আমলা অফিস ॥ কুষ্টিয়ার মিরপুরের বীর মুক্তিযোদ্ধা আমান উল্লাহ ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহী....... রাজিউন। বুধবার সকালে আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে তাকে রাষ্ট্রিয় মর্যদায় গার্ড অন অনার দেওয়া হয়। পরে মুক্তিযোদ্ধা, বিভিন্ন দলের নেতৃবৃন্দরা, আমলার সর্ব স্তরের মানুষের পক্ষ থেকে তার কফিনে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।
সকালে জানাযা নামাজে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামারুল আরেফিন।
এছাড়াও অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহম্মেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল গফুর, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম, যুদ্ধকালিন কমান্ডার আফতাব উদ্দিন, ডেপুটি কমান্ডার এনামূল হক বিশ্বাসসহ মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দরা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা, আমলা, সদরপুর, মালিহাদসহ বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দরা, সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সহকারী শিক্ষকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরাসহ সাধারন মুসল্লিরা।
উল্লেখ্য মঙ্গলবার অসুস্থ্য হয়ে পড়লে কুষ্টিয়া জেনারেল হাসপালে নেওয়ার পথে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বীর মুক্তিযোদ্ধা। 

বুধবার, ২২ মে, ২০১৯

মিরপুরে খাদ্য ভিক্তিক পুষ্টি বিষয়ক তিন দিনের প্রশিক্ষক-প্রশিক্ষন

আমলা অফিস ॥ কুষ্টিয়ার মিরপুরে খাদ্য ভিক্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক তিনদিন ব্যাপি প্রশিক্ষক-প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর আয়োজনে এ তিনদিন ব্যাপি প্রশিক্ষক-প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষক কর্মশালার উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অদিপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কৃষিবিদ সুশান্ত কুমার প্রামানিক।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবিহা সুলতানা, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ নুর আলম সিদ্দিকী, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা শহিদুল ইসলাম, কেয়ার বাংলাদেশ এর কর্মকর্তা রাবেয়া আক্তার হেলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিউল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সোহাগ রানাসহ অনান্য কর্মকর্তারা।
তিন দিনের এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলায় কর্মকরত উপসহকারী কৃষি কর্মকর্তা, স্কুল-মাদ্রাসা শিক্ষক/ মসজিদের ইমাম, মন্দিরের পুরোহীত, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, এনজিও কর্মীসহ ৬০জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করেন। 

বুধবার, ১৫ মে, ২০১৯

কুষ্টিয়ার মিরপুরে আদ-দ¦ীনের ইফতার মাহফিল অনুষ্ঠিত


কুষ্টিয়ার মিরপুর আদ-দ¦ীন ওয়েলফেয়ার সেন্টারের উদ্যেগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪মে) সন্ধ্যায় স্থানীয় আদ-দ¦ীন ওয়েলফেয়ার সেন্টারের নিজস্ব কার্যলয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মিরপুর আদ-দ¦ীন ওয়েলফেয়ার সেন্টারের শাখা ব্যবস্থাপক মামুন আর রশিদ’র পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম, সুলতানপুর সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান ফারুকী, স্থানীয় সুলতানপুর ওয়ার্ডের কাউন্সিলর মো. খোয়াব আলী প্রমুখ। এ সময় আদ-দ¦ীন ওয়েলফেয়ার সেন্টারের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলের পূর্ব মুহুর্তে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

মঙ্গলবার, ৭ মে, ২০১৯

কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত পরিষদের পক্ষ থেকে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে ফুলেল শুভেচ্ছা



কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত পরিষদের পক্ষ থেকে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি গাজী মাহাবুব রহমান এবং সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলুর নেতৃত্বে গতকাল রবিবার রাত ৮ টার দিকে কুষ্টিয়া শহরস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম-হানিফ এমপির বাসভবনে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল মামুন সাগর, দৈনিক খবর কুষ্টিয়া জেলা প্রতিনিধি রাশিদুজ্জামান খান টুটুলসহ কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফুলেল শুভেচ্ছা ছাড়াও আতাউর রহমান আতার মুখে মিষ্টি তুলে দেন কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত পরিষদের সভাপতি গাজী মাহাবুব রহমান ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু।
এরপর কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতার সাথে কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে আতাউর রহমান আতা কুষ্টিয়া প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সহযোগিতা প্রদানসহ পরিষদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য যে, ৪ মে ২০১৯ তারিখ শনিবার সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে কুষ্টিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন (২০১৯-২০২১) সম্পন্ন হয়েছে। নির্বাচনে গাজী মাহাবুব রহমান-আনিসুজ্জামান ডাবলু পরিষদের পূর্ণ প্যানেল জয়লাভ করে।
নির্বাচনে বিজয়ীরা হলেন, সভাপতি পদে গাজী মাহাবুব রহমান, সহ-সভাপতি পদে লুৎফর রহমান কুমার এবং তারিকুল হক তারিক, সাধারণ সম্পাদক পদে আনিসুজ্জামান ডাবলু, যুগ্ম-সম্পাদক পদে শরিফ বিশ্বাস এবং নুরুন্নবী বাবু, কোষাধ্যক্ষ পদে আবু মনি জুবায়েদ রিপন, দপ্তর সম্পাদক পদে এম.লিটন-উজ-জামান, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে তৌহিদী হাসান, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে আ.ফ.ম নূরুল কাদের জয়লাভ করেছেন। এছাড়া নির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন, মিজানুর রহমান লাকী, আক্তার হোসেন ফিরোজ মোকাদ্দেস হোসেন সেলিম, আব্দুল জিহাদ, পি.এম.সিরাজুল ইসলাম, দেবাশীষ দত্ত, নিজাম উদ্দিন, ডালিয়া পারভিন এবং সুজন কুমার কর্মকার বিজয়ী হয়েছেন।