মঙ্গলবার, ৭ মে, ২০১৯

কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত পরিষদের পক্ষ থেকে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে ফুলেল শুভেচ্ছা



কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত পরিষদের পক্ষ থেকে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি গাজী মাহাবুব রহমান এবং সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলুর নেতৃত্বে গতকাল রবিবার রাত ৮ টার দিকে কুষ্টিয়া শহরস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম-হানিফ এমপির বাসভবনে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল মামুন সাগর, দৈনিক খবর কুষ্টিয়া জেলা প্রতিনিধি রাশিদুজ্জামান খান টুটুলসহ কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফুলেল শুভেচ্ছা ছাড়াও আতাউর রহমান আতার মুখে মিষ্টি তুলে দেন কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত পরিষদের সভাপতি গাজী মাহাবুব রহমান ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু।
এরপর কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতার সাথে কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে আতাউর রহমান আতা কুষ্টিয়া প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সহযোগিতা প্রদানসহ পরিষদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য যে, ৪ মে ২০১৯ তারিখ শনিবার সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে কুষ্টিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন (২০১৯-২০২১) সম্পন্ন হয়েছে। নির্বাচনে গাজী মাহাবুব রহমান-আনিসুজ্জামান ডাবলু পরিষদের পূর্ণ প্যানেল জয়লাভ করে।
নির্বাচনে বিজয়ীরা হলেন, সভাপতি পদে গাজী মাহাবুব রহমান, সহ-সভাপতি পদে লুৎফর রহমান কুমার এবং তারিকুল হক তারিক, সাধারণ সম্পাদক পদে আনিসুজ্জামান ডাবলু, যুগ্ম-সম্পাদক পদে শরিফ বিশ্বাস এবং নুরুন্নবী বাবু, কোষাধ্যক্ষ পদে আবু মনি জুবায়েদ রিপন, দপ্তর সম্পাদক পদে এম.লিটন-উজ-জামান, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে তৌহিদী হাসান, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে আ.ফ.ম নূরুল কাদের জয়লাভ করেছেন। এছাড়া নির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন, মিজানুর রহমান লাকী, আক্তার হোসেন ফিরোজ মোকাদ্দেস হোসেন সেলিম, আব্দুল জিহাদ, পি.এম.সিরাজুল ইসলাম, দেবাশীষ দত্ত, নিজাম উদ্দিন, ডালিয়া পারভিন এবং সুজন কুমার কর্মকার বিজয়ী হয়েছেন।