বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯

বীর মুক্তিযোদ্ধা আমান উল্লাহকে রাষ্ট্রিয় মর্যদায় দাফন

আমলা অফিস ॥ কুষ্টিয়ার মিরপুরের বীর মুক্তিযোদ্ধা আমান উল্লাহ ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহী....... রাজিউন। বুধবার সকালে আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে তাকে রাষ্ট্রিয় মর্যদায় গার্ড অন অনার দেওয়া হয়। পরে মুক্তিযোদ্ধা, বিভিন্ন দলের নেতৃবৃন্দরা, আমলার সর্ব স্তরের মানুষের পক্ষ থেকে তার কফিনে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।
সকালে জানাযা নামাজে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামারুল আরেফিন।
এছাড়াও অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহম্মেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল গফুর, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম, যুদ্ধকালিন কমান্ডার আফতাব উদ্দিন, ডেপুটি কমান্ডার এনামূল হক বিশ্বাসসহ মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দরা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা, আমলা, সদরপুর, মালিহাদসহ বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দরা, সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সহকারী শিক্ষকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরাসহ সাধারন মুসল্লিরা।
উল্লেখ্য মঙ্গলবার অসুস্থ্য হয়ে পড়লে কুষ্টিয়া জেনারেল হাসপালে নেওয়ার পথে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বীর মুক্তিযোদ্ধা।