সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০১৫

 খোকসায় ২দিন ব্যাপি ডিজিটাল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

ইন্টারনেট সপ্তাহ উপলক্ষে খোকসা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ২দিন ব্যাপি ডিজিটাল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
 সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রেবেকা খান। এ মেলায় ইউনিয়ন পর্যায়ে সেরা স্টলের পুরস্কার পেয়েছে বেতবাড়ীয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সেরা স্টল (সরকারি অফিস) খোকসা থানা, শ্রেষ্ঠ চেয়ারম্যানের পুরস্কার পেয়েছেন জয়ন্তীহাজরা ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, শ্রেষ্ঠ সচিব মনোহর আলী, শিমুলিয়া ইউপি, সেরা উদ্যোক্তা (পুরুষ) জামসেদুর রহমান, শোমসপুর ইউপি, সেরা উদ্যোক্তা (মহিলা) মুসলিমা খাতুন, আমবাড়ীয়া ইউপি। সেরা কর্মকর্তা আইসিটি ওহিদুল ইসলাম, সহকারি প্রোগ্রামার, খোকসা, সেরা শিক্ষক এজেড এম আসাদুজ্জামান। এছাড়াও কুইজ প্রতিযোগিতা এবং বিভিন্ন ইভেন্টের পুরস্কারসহ মেলায় অংশ গ্রহনকারীদের মাঝে শুভেচ্ছা পুরস্কার বিতরণ করা হয়।

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫

ইন্টারনেট সপ্তাহ ২০১৫ উপলক্ষে
খোকসায় ২ দিন ব্যাপি ডিজিটাল মেলা শুরু

খোকসা অফিসঃ ইন্টারনেট সপ্তাহ ২০১৫ উপলক্ষে খোকসায় ২ দিন ব্যাপি ডিজিটাল মেলা শুরু হয়েছে।

রবিবার এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যাটি খোকসা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রেবেকা খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আনার কলি মাহবুব। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বেতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বাবুল আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, বিআরডিবি’র চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক প্রমুখ। ২ দিন ব্যাপি এ মেলায় খোকসা উপজেলার ৯টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অফিস তাদের স্টলের মাধ্যমে ডিজিটাল উদ্ভাবনী প্রদর্শন করছে। এ মেলায় ছাত্র-ছাত্রীদের জন্য কুইজ প্রতিযোগিতা, শিক্ষকদের জন্য ডিজিটাল কনটেন্ট প্রতিযোগিতা, ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষনসহ ফ্রি ওয়াই ফাই ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাওয়া যাচ্ছে।

শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

খোকসায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে খোকসা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য আব্দুর রউফ। এর পর শ্রদ্ধা জানায় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, উপজেলা নির্বাহী অফিসার রেবেকা খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল আক্তার প্রমুখ। পরে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি খোকসা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার রেবেকা খান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান। সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুুল  হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল আক্তার, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিক প্রমুখ। আলোচনা সভা শেষে শিশুদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। পরে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বেকার যুবক ও যুবতীদের মাঝে ৫ লক্ষ টাকার ঋনের চেক বিতরণ করা হয়। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন, উপজেলা আওয়ামীলীগ ও এর অংগ সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস উপলক্ষে র‌্যালি আলোচনা সভা, দোয়া মাহফিল এবং কাঙালী ভোজের আয়োজন করা হয়।

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫

খোকসায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার খোকসায় ”সাগর নদী সকল জলে মাছ চাষে সোনা ফলে”  এই প্রতিপাদ্যকে সামনে রেখে খোকসায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন খোকসা-কুমারখালীর সংসদ সদস্য আব্দুর রউফ। এ উপলে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর দণি শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয় । র‌্যালী শেষে উপজেলা  কৃষি প্রশিন কে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নিবাহী কর্মকর্তা (অতিঃদাঃ)সাহেলা আর্ক্ত্।া প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ খোকসা-কুমারখালীর সংসদ সদস্য আব্দুর রউফ। বিশেষ আতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা মারুফ হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকতাৃ এস এম নাসিম হোসেন, থানা অফিসার ইনচার্জ কাজী দাউদ হোসেন, উজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল লতিফ সেখ। এছাড়াও মৎস্য চাষীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মুহম্মদ আলী, আরিফুল আলম তশর, শেখ সাইদুল ইসরাম প্রবীন প্রমুখ। এবার খোকসা উপজেলায মৎস্য চাষে বিভিন্ন বিষয়ে অবদান রাখায় ৫ জনকে পুরস্কার প্রদান করা হয়। এরা হচ্ছে রেনু পোনা উৎপাদনে শেষ্ট অবদান রাখার জন্য মুহম্মদ আলী, পোনা মাছ উৎপাদনে শেষ্ট অবদান রাখার জন্য শেখ সাইদুল ইসলাম প্রবীন, বড় মাছ উৎপাদনে শেষ্ট অবদান রাখার জন্য আরিফুর আলম তশর, আকমল হোসেন লালন এবং ধোকড়াকোল মৎস্যজীবী সমবায় সমিতি কে পুরস্কার দেওয়া হয্।