মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫

খোকসায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার খোকসায় ”সাগর নদী সকল জলে মাছ চাষে সোনা ফলে”  এই প্রতিপাদ্যকে সামনে রেখে খোকসায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন খোকসা-কুমারখালীর সংসদ সদস্য আব্দুর রউফ। এ উপলে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর দণি শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয় । র‌্যালী শেষে উপজেলা  কৃষি প্রশিন কে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নিবাহী কর্মকর্তা (অতিঃদাঃ)সাহেলা আর্ক্ত্।া প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ খোকসা-কুমারখালীর সংসদ সদস্য আব্দুর রউফ। বিশেষ আতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা মারুফ হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকতাৃ এস এম নাসিম হোসেন, থানা অফিসার ইনচার্জ কাজী দাউদ হোসেন, উজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল লতিফ সেখ। এছাড়াও মৎস্য চাষীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মুহম্মদ আলী, আরিফুল আলম তশর, শেখ সাইদুল ইসরাম প্রবীন প্রমুখ। এবার খোকসা উপজেলায মৎস্য চাষে বিভিন্ন বিষয়ে অবদান রাখায় ৫ জনকে পুরস্কার প্রদান করা হয়। এরা হচ্ছে রেনু পোনা উৎপাদনে শেষ্ট অবদান রাখার জন্য মুহম্মদ আলী, পোনা মাছ উৎপাদনে শেষ্ট অবদান রাখার জন্য শেখ সাইদুল ইসলাম প্রবীন, বড় মাছ উৎপাদনে শেষ্ট অবদান রাখার জন্য আরিফুর আলম তশর, আকমল হোসেন লালন এবং ধোকড়াকোল মৎস্যজীবী সমবায় সমিতি কে পুরস্কার দেওয়া হয্।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন