বুধবার, ২২ মে, ২০১৯

মিরপুরে খাদ্য ভিক্তিক পুষ্টি বিষয়ক তিন দিনের প্রশিক্ষক-প্রশিক্ষন

আমলা অফিস ॥ কুষ্টিয়ার মিরপুরে খাদ্য ভিক্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক তিনদিন ব্যাপি প্রশিক্ষক-প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর আয়োজনে এ তিনদিন ব্যাপি প্রশিক্ষক-প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষক কর্মশালার উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অদিপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কৃষিবিদ সুশান্ত কুমার প্রামানিক।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবিহা সুলতানা, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ নুর আলম সিদ্দিকী, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা শহিদুল ইসলাম, কেয়ার বাংলাদেশ এর কর্মকর্তা রাবেয়া আক্তার হেলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিউল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সোহাগ রানাসহ অনান্য কর্মকর্তারা।
তিন দিনের এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলায় কর্মকরত উপসহকারী কৃষি কর্মকর্তা, স্কুল-মাদ্রাসা শিক্ষক/ মসজিদের ইমাম, মন্দিরের পুরোহীত, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, এনজিও কর্মীসহ ৬০জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন