সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৩

খোকসায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সবার সহযোগিতা পেলে খোকসার আইন শৃংখলা আরও ভাল হবে
  টেলিকনফারেন্সে পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ

 মনিরুল ইসলাম ঃ খোকসায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। টেলি কনফারেন্সে বক্তব্য দিলেন পুলিশ সুপার।
সোমবার বিকেলে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বশোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিমুলিয়া ইউপি চেয়ারম্যান মোমিনুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার জয়নাল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা থানা অফিসার ইনচার্জ হরেন্দ্রনাথ সরকার, ওসি তদন্ত শেখ তৈয়বুর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, পৌর পুলিশিং কমিটির সভাপতি আব্দুল গনি শেখ, খোকসা প্রেসকাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, পাংশা থানার এস আই কামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন খোকসার আইন শৃংখলা পরিস্থিতি মোটামুটি ভাল। আপনাদের সবার সহযোগিতা পেলে আগামীতে খোকসার আইন শৃংখলা পরিস্থিতি আরও ভাল হবে। আপনারা সবাই শান্তিতে বসবাস করতে পারবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন